উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জকিগঞ্জ হচ্ছে একটি সীমান্তবর্তী উপজেলা। ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলা ঘটিত। উপজেলা কার্যালয়ের প্রাধিকৃত জনবল ০৩, (বর্তমান ০২জন )। উক্ত উপজেলা ও পৌরসভায় ৩৩ জন ওয়ার্ড দলনেতা, দলনেত্রী ও উপজেলা কমান্ডার রয়েছে।
এখানে তিনটি আনসার গার্ড-এ ১৬ জন সাধারণ আনসার কর্মরত রয়েছে। এর মধ্যে, ইউএনও গার্ডে ১০ জন, সোনালী ব্যাংক এ ০৪ জন ও জনতা ব্যাংক এ ২ জন সাধারণ আনসার কর্মরত রয়েছে। জকিগঞ্জ ইউএনও গার্ডে ৬টি শটগান ও ৬০ রাউন্ড গুলি রয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ৭৫ শতাংশ নিজস্ব জমির উপর অবস্থিত। জকিগঞ্জ- সিলেট রোড এর পাশে, প্রস্তাবিত পৌরসাভার বিপরীত দিকে উপজেলা কার্যালয় অবস্থিত। উপজেলা কার্যালয়ে একটি একতলা ভবন এবং সুদৃশ্য পুকুর রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস